সভার কার্য্য বিবরনী তাং-১৪/০৪/০১৪
স্থান: ইউ পি কার্য্যালয়
সময়: বেলা ১১:০০ টা
০১।স্বাক্ষর জনাব মোহাম্মদ আলী খোকন ইউ পি চেয়ারম্যান
০২। ’’ ’’ জাকির হোসেন ইউ পি সদস্য
০৩। ’’ ’’ শামীম কাজী ’’
০৪। ’’ ’’ মিজানুর রহমান ’’
০৫। ’’ ’’ ফরহাদ ’’
০৬। ’’ ’’ চম্পা বেগম ’’
০৭। ’’ ’’ আহাদ মিয়া ’’
০৮। ’’ ’’ সিরাজ মোল্যা ’’
০৯। ’’ ’’ সালমা গেম ’’
১০। ’’ ’’ বাদল ’’
১১। ’’ ’’ অরবিন্দু ’’
আলোচ্য বিষয়
২। ২০১৩-২০১৪ অর্থ বছরে এডিপি কিস্তির প্রকল্প গ্রহন প্রসঙ্গে।
চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী খোকন এর সভাপতিতেব অদ্যকার সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে স্বাগত জানান । অত:পর গত সভার কার্য্য বিবরনী সভায় পঠিত এবং কোন সংশোধনী ছাড়াই সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।
২ । আলোচ্য বিষয়ঃ
আলোচ্য বিষয়ের আলোচনায় চেয়ারম্যান সাহেব সভায় জানান যে, ২০১৩-২০১৪ অর্থ বছরে এডিপি খাতের বরাদ্দ বাবদ ১,০০,০০০/ টাকা পাওয়া গেছে। প্রাপ্ত বরাদ্দের আলোকে প্রকল্প গ্রহন পুর্বক উপজেলা পরিষদে অনুমোদনের জন্য দাখিল দেয়া প্রয়োজন।
চেয়ারম্যান সাহেবের প্রস্তাবের পর সভায় বিস্তারিত আলোচনা শেষে নিম্ন বর্নিত প্রকল্প সমুহ এবং বাস্তাবয়ন কমিটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
১ নং প্রকল্পের বিবরনঃ
ক) অরবিন্দু মালাকারের বাড়ী হতে মনি মোহন এর বাড়ি পর্য্যন্ত রাস্তা ৮ ফুট প্রসস্ত সালিং বুনন। ৬৫,০০০/-
খ) কাশিয়ানী বাজার হতে কাশিয়ানী মন্দির পর্য্যন্ত রাস্তা ৮ ফুট প্রসস্ত সালিং বুনন । ৩৫,০০০/-
১,০০,০০০/-
বাস্তবায়ন কমিটি
ক) জনাব জাকির হোসেন ইউ পি সদস্য সভাপতি
খ) ’’ ছকু ঠাকুর ’’ সম্পাদক
গ) ’’ কামরুল হাসান শিক্ষক সদস্য
ঘ) ’’ ঈমাম ’’
ঙ) ’’ শাহাদৎ গন্যমান্য ব্যক্তি ’’
সভায় অন্য কোন আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ দিয়া সভা সমাপ্ত করা হয়।
স্ব: ১৩/০৪/২০১৪ ইং
চেয়ারম্যান
কাশিয়ানী ইউনিয়ন, কাশিয়ানী, গোপালগঞ্জ। ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস